মুখ্য সমাচার :
বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি কার্তিক মহারাজের দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল ইরানের প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীর হেলিকপ্টার তৃণমূল নেত্রীর করা অভিযোগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কটাক্ষ প্রধানমন্ত্রীর তৃতীয়বার ক্ষমতায় এলে কোনও দুর্নীতিবাজ জেলের বাইরে থাকবে না: মোদী অধীর চৌধুরীকে দল বদলের 'আহ্বান' জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

কলকাতায় তাপপ্রবাহের থাবা কি শেষ? বৃষ্টি কবে থামবে?

গত দু'দিনের তীব্র বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের থাবা কি শেষ হয়ে গেছে? আবহাওয়াবিদরা বলছেন, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সার্বিকভাবে বৃষ্টির তীব্রতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
Ganamadhyam
09 May, 2024
আবহাওয়া দফতরের পূর্বাভাস:

* কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
* বুধবারও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।
* বৃহস্পতিবার জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
* শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
•শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
Follow Us ই-পেপার