মুখ্য সমাচার :
বিতর্কিত মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রীকে আইনি চিঠি কার্তিক মহারাজের দুর্গম পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল ইরানের প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীর হেলিকপ্টার তৃণমূল নেত্রীর করা অভিযোগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কটাক্ষ প্রধানমন্ত্রীর তৃতীয়বার ক্ষমতায় এলে কোনও দুর্নীতিবাজ জেলের বাইরে থাকবে না: মোদী অধীর চৌধুরীকে দল বদলের 'আহ্বান' জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার

মালদা ইভিএম বদল করার চক্রান্ত চলছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর

মঙ্গলবার তৃতীয় দফায় ভোটগ্রহণ হয়েছে মালদা উত্তর কেন্দ্রে। বুধবার বেলা ১২টা নাগাদ মালদা কলেজের স্ট্রং রুমে পৌঁছন খগেনবাবু। সেখানকার ব্যবস্থা দেখে ক্ষোভ উগরে দেন তিনি।
Ganamadhyam
08 May, 2024
সাংসদ জানান, এই স্ট্রং রুমে মালদা, গাজল ও হবিবপুর কেন্দ্রের ইভিএম রয়েছে। রাত ১টা ২টোর মধ্যে সব ইভিএম স্ট্রং রুমে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু রাত পেরিয়ে বেলা সাড়ে বারোটাতেও ইভিএম আসছে। এই  ইভিএম সারা রাত কোথায় ছিল? তার মানে ইভিএম বদল করার চক্রান্ত আগেই হয়ে গিয়েছে। যে বিধানসভার সমস্ত ইভিএম
 পৌঁছে গিয়েছে সেই স্ট্রং রুমগুলিও সিল করা হয়নি। এর পিছনে প্রশাসনের হাত রয়েছে। আমি জেলাশাসককে বলেছি। আপনি চক্রান্ত করে এটা করছেন। আমরা কমিশনকে সব জানাব। এই অভিযোগ নিয়ে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে খগেনবাবুকে 'অশিক্ষিত' বলে মন্তব্য করেন তিনি।
Follow Us ই-পেপার